Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হরিযোগ আশ্রম মহিষাশুড়া
স্থান
কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মহিষাশুড়া গ্রামে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
ঢাকা শহর থেকে বাস বা ট্রেন যোগে নেত্রকোণ। তারপর বাসে করে কলমাকান্দা উপজেলা রাস্তায় পাবই নামক স্থানে নেমে বাইক বা রিক্সা করে আসতে হয় ।
বিস্তারিত

শ্রী শ্রী হরিযোগ আশ্রম মহিষাশুড়া-এর সঠিক ইতিহাস পাওয়া না গেলেও কথিত আছে অবিভক্ত ভারত শাসনামলে গিরিশ চন্দ্র বিশ্বাস নামে একজন সাধু তাঁর নিজ বাড়িতেই এলাকার লোকজনদেরকে নিয়ে বিভিন্ন পুজা অর্চণা করতেন। পরবর্তীতে তিনি আশ্রমের নামে তাঁর বাড়িটি লিখে যান। বর্তমানে পূন্নার্তিগণ এখানে হরি পূঁজা, দূর্গা পূঁজা, শ্রী শ্রী হরিনাম যজ্ঞ, রত যাত্রা, জন্মাষ্টমী, রাস যাত্রা ও দুল পূজাসহ হিন্দু ধর্মালম্বিদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
৩৬ শতক ভুমির উপর ১টি নাচ খানা, ১টি প্রসাদ ঘর, ১টি মুল মন্দির ও ১টি সেবাইত থাকার ঘর রয়েছে।