Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুলিশ ফাঁড়ীঃ

 

নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা থানার অন্তর্গত ৭নং কৈলাটি ইউনিয়নে বারহাট্টা, নেত্রকোনা, দূর্গাপুর ও কলমাকান্দা থানার সংযোগস্থলে ঐতিহ্যবাহী সুমেশ্বরী নদীর তীরবর্তী   কলমাকান্দা থানা সদর থেকে ২০কি.মি দূরবর্তী সিধলী বাজার সংলগ্ন এর অবস্থান।

 

উল্লেখ্য যে, প্রাক ভারত শাসনামল থেকে কলমাকান্দা থানা হতে নদীপথে পুলিশ অত্র এলাকাতে এসে স্থানীয় কাকুরিয়া মাছিম গ্রামের রহমত তালুকদারের বাড়ীতে  অস্থায়ী ক্যাম্প করে অবস্থান করত এবং আইন শৃখলার দায়ীত্ব পালন করত। পরবর্তীতে আইন শৃখলার উন্নয়নের স্বার্থে সিধলী বাজারে কৈলাটি ইউনিয়ব পরিষদ ভবনে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। বর্ণিত কার্যক্রম গ্রহন করা সত্ত্বেও থানা সদরের সাথে ভাল কোন যোগাযোগের ব্যবস্থা না থাকায় প্রশাসনিক কাজে থানা পুলেশের অত্র এলাকায় যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় সঠিক সময়ে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছিল না। এই প্রেক্ষাপটে স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টায় অত্র তদন্ত কেন্দ্র স্থাপিত হয়। 

 

তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আঃ মতিন চৌধুরী  ০৮-১১-১৯৯৫ খ্রীঃ তারিখে সিধলী বাজারস্থ কৈলাটি ইউনিয়ন পরিষদ অফিসে অস্থায়ী ভাবে এই তদন্ত কেন্দ্র উদ্ভোধন করেন। পরবর্তীতে ১৯-০৬-২০০১ খ্রীঃ তারিখে তৎকালীন স্বরাষ্ট্র এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ২২৮ নং বানিয়াপাড়া মৌজায় ০১.৩৮ একর ভূমির উপর সিধলী পুলিশ তদন্ত কেন্দ্র কেন্দের নিজস্ব দ্বিতল ভবন উদ্ভোধন করেন।

 

কলমাকান্দা থানার ৪টি ইউনিয়ন যথা- কৈলাটি, নাজিরপুর, লেংগুরা ও পোগলা ইউনিয়নে সিধলী পুলিশ তদন্ত কেন্দের পুলিশ এলাকার সার্বিক আইন-শৃখলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকার অপরাধ দমন ও নীতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলছে।

ওয়ারলেস রোমঃ 

হাজত খানাঃ এখানে রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা হাজত খানা। তাৎক্ষণিক ভাবে ধৃত আসামীদেরকে থানা বা জেলা সদরে প্রেরণের আগ পর্যন্ত এখানে রাখা হয়।